সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে ফিরে এলেন হায়াত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে আহত এক জেলেকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে এসেছেন সঙ্গীরা। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত জেলের নাম আবু হায়াত (৫০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন ট্যাংরাখালি গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা আব্দুল গনি জানান, কৈখালী ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে গত ২৯ জানুয়ারি (শনিবার) পশ্চিম সুন্দরবনের গহীনে মাছ ধরতে যান আবু হায়াতসহ মীরগাং গ্রামের বাবলু সানা ও নুর ইসলাম গাজী। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরবনের রায়মঙ্গল নদীর বড় খাল এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমণের ঘটনা ঘটে।

আবু হায়াতের সহযোগী নুর ইসলাম বলেন, খালের পাশে মাছ ধরার সময় আবু হায়াতের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। এ সময় আমরা চিৎকার দিতে থাকি এবং হাতে থাকা বৈঠা নিয়ে বাঘের শরীরে আঘাত করি। এক পর্যায়ে বাঘটি আবু হায়াতকে রেখে পালিয়ে যায়। পরে আমরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসি।

কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন আর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আবু হায়াত নামে এক ব্যক্তি বাঘের আক্রমণে আহত হয়েছেন। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানতে পেরেছি।

আহসানুর রহমান রাজীব/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।