কেন্দ্রে হাতবোমা বিস্ফোরণ, পুলিশের ধাওয়ায় পালালো দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্রে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে কিছু দুর্বৃত্ত। এ সময় জনগণ ও পুলিশের ধাওয়া খেয়ে ভোটকেন্দ্র থেকে পালিয়ে যায় তারা।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে সেনুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরী হাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার উম্মেদা খাতুন বলেন, আমি ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কেন্দ্রের পূর্ব পাশ থেকে বোমা বিস্ফোরণের বিকট শব্দ আসে। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি।

আরেক ভোটার মাসুদা বানু বলেন, আমরা ভোট দিতে এসেছি, ভোট দিয়ে যাবো। এখানে যতই উশৃঙ্খলতার চেষ্টা করা হোক, আমি ভোট দেবোই। আমাকে নিরাপত্তা দেবে পুলিশ।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। কেন্দ্রের বাইরে থেকে একটি বিকট আওয়াজ এসেছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। তারা বিষয়টা দেখছেন। ভোটগ্রহণ চলছে।

কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্য বদিউজ্জামান বলেন, কেন্দ্রের বাইরে থেকে বিকট শব্দ আসার পর আমরা কেন্দ্রে তৎপরতা আরও বাড়িয়েছি। পুলিশ দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় সাধারণ জনগণও পুলিশকে সহায়তা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ বলেন, আমরা খবর পেয়ে এই কেন্দ্র বিজিবি পুলিশ দিয়ে ঘিরে ফেলেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তানভীর হাসান তানু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।