নেত্রকোনায় জঙ্গলের পাশ থেকে নবজাতক উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
হাসপাতালে চিকিৎসাধীন উদ্ধার নবজাতক

নেত্রকোনা শহরের নাগড়া এলাকা থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার একটি জঙ্গলের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

নেত্রকোনা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) খন্দকার আল মামুন জানান, রাত সোয়া ১২টার দিকে কয়েকজন পথচারী নাগড়া (সওদাগর পাড়া) এলাকার একটি জঙ্গলের পাশে নবজাতক শিশুর কান্নার শব্দ শুনতে পান। তারা শিশুটিকে দেখে নেত্রকোনা মডেল থানায় খবর দেন। পরে রাত ১২টার দিকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান বলেন, ‘শিশুটি সুস্থ আছে। সেবিকাদের মাধ্যমে তার পরিচর্যা চলছে।’

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘শিশুটির মা-বাবাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এদিকে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অনেকে থানায় যোগাযোগ করছেন। তবে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।