বোমাং রাজকন্যা সিং ওয়াইয়ের জীবনাবসান, কাল শেষকৃত্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
বোমাং রাজকন্যা সিং ওয়াই প্রু

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বান্দরবানের ১৭তম বোমাং রাজকন্যা সিং ওয়াই প্রু। রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী হ্লা সিং মং বলেন, ‘বোমাং রাজা উ চ প্রু’র এক মাত্র কন্যা সিং ওয়াই প্রু দীর্ঘদিন ধরে স্থূলতা, ডায়াবেটিস ও নিম্নরক্তচাপ রোগে ভুগছিলেন। এক সপ্তাহ ধরে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাসভবনে নিয়ে আসা হয়।’

হ্লা সিং মং আরও বলেন, ‘মঙ্গলবার পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।’

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।