মা-বাবার কবরের পাশে শায়িত পীর হাবিব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
কবরে শ্রদ্ধাঞ্জলি ও ইনসেটে পীর হাবিব

মা-বাবার কবরের পাশেই শায়িত হলেন খ্যাতিমান কলামিস্ট ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বাদ আসর সুনামগঞ্জ সদর উপজেলায় কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন পীর হাবিবের বড় ভাই অ্যাডভোকেট পীর মতিউর রহমান।

jagonews24

তিনি বলেন, বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে আমার ছোট ভাই পীর হাবিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মাইজবাড়িতে। সেখানে বাদ আসর আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়।

লিপসন আহমেদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।