নেত্রকোনার ডিসির নম্বর ক্লোন করে অর্থ দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান

নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) কাজি মো. আবদুর রহমানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে অর্থ দাবি করেছে একটি চক্র। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক নিজেই।

তিনি বলেন, আমার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন অফিস ও লোকজনের কাছে অর্থ দাবি করছে এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। আজ রাত ৭টার দিকে আমি বিষয়টি জানতে পারি।

এসব প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকার লেনদেনসহ কোনরূপ তথ্য আদান-প্রদান না করার জন্য সবাইকে সতর্ক করে দিয়ে জেলা প্রশাসক বলেন, কারও কাছে এরকম ফোন গেলে যেন আইনের আশ্রয় নেওয়া হয়। আমি বিষয়টি বিটিআরসি, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে জানিয়েছি।

এইচ এম কামাল/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।