চুয়াডাঙ্গায় নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নসিমন (আলমসাধু) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার জয়রামপুর গ্রামের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার আমডাঙ্গা গ্রামের ইরান আলীর ছেলে আলমসাধুচালক লাল্টু মিয়া (২২) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আব্দুল কায়েসের ছেলে মোটরসাইকেল চালক রিফাত রহমান (২১)।

আপরদিকে আহত মানিক মিয়া (২০) দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মোল্লা জানান, কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেলচালক রিফাত ও তার বন্ধু মানিক। তারা জয়রামপুর গ্রামের কাঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলমসাধু চালক লাল্টু মিয়া। গুরুতর আহত হন রিফাত ও তার বন্ধু মানিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

সালাউদ্দীন কাজল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।