মাদারীপুরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:২৫ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২
নিহত মানিক সরদার

মাদারীপুরে এক কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম- মানিক সরদার। তিনি কালকিনি উপজেলা কৃষকলীগের কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে আলীনগর ইউনিয়নের পালদী নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জেরে পূর্ব পরিকল্পিতভাবে মানিক সরদারকে হত্যা করা হয়।

নিহতের বোন তাসলিমা বেগম জানান, রাত ৮টার দিকে কালকিনির ফাঁসিয়াতলা বাজার থেকে ওয়াজ মাহফিলের অনুদান সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন মানিক সরদার। পালদী নদীর পাশ দিয়ে আসার সময় মুখোশধারী ৮-১০ জন তাকে ঘিরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় মানিকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিয়াজ মাহমুদ জানান, মানিক সরদারকে হাসপাতালে আনার পর রাত ১০টার দিকে তিনি মারা যান।

এ কে এম নাসিরুল হক/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।