বঙ্গোপসাগরে ভেসে উঠলো আরও দুই জেলের মরদেহ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ আরও দুই জেলের মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনার চারদিন পর মঙ্গলবার (০৮ জানুয়ারি) বঙ্গোপসাগর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হলো। এর আগে শনিবার ও সোমবার আরো ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন ৮ জেলে।

পূর্ব বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেন।

প্রহ্লাদ চন্দ্র রায় জানান, দুবলার চর থেকে ফিসিং ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা মঙ্গলবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করেন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৮ জেলে ও ৭টি ট্রলার।

শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ১৮টি ট্রলারডুবি ও ১৪ জেলে নিখোঁজের ঘটনা ঘটে।

এরশাদ হোসেন রনি/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।