তাহিরপুরে একটিতেও জয় পায়নি আ’লীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২
তাহিরপুরে বিজয়ীরা

সুনামগঞ্জের তাহিরপুরের সাত ইউনিয়নের একটিতেও জয় পায়নি আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। সপ্তম ধাপের নির্বাচনে এখানে চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও তিনটিতে স্বতন্ত্রপ্রার্থী জয়ী হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন তাহিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক।

বিজয়ীরা হলেন- তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে নিজাম উদ্দিন, বালিজুরী ইউনিয়নে আজাদ হোসেন, উত্তর বড়দল ইউনিয়নে মাসুক মিয়া, দক্ষিণ বড়দল ইউনিয়নে ইউনুছ মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

এছাড়া তাহিরপুর সদর ইউনিয়নে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ঘোড়া প্রতীকের প্রার্থী জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ঢোল প্রতীকের প্রার্থী আলী আহমদ মুরাদ, উত্তর শ্রীপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি চশমা প্রতীকের প্রার্থী আলী হায়দার নির্বাচিত হয়েছেন।

লিপসন আহমেদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।