চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নে নৌকার জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. শুকুর আলী নির্বাচিত হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নির্বাচনে মো. শুকুর আলী পেয়েছেন পাঁচ হাজার ৫৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী মো. মিজানুর রহমান টিপু (আনারস) প্রতীকে পেয়েছেন চার হাজার ৩ ৭৯ ভোট।’

এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৯১৪ জন।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।