নিহত সেনাসদস্যের বাড়িতে শেখ হাসিনা সেনানিবাসের জিওসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২
নিহত সেনাসদস্যের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ

বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য হাবিবুর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বরিশাল এরিয়া কমান্ডার ৭ পদাতিক ডিভিশনের (শেখ হাসিনা সেনানিবাস) জিওসি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বহালগাছিয়া গাজী বাড়ির সেনা নিকেতনে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নিহত সেনাসদস্যের কবর জিয়ারতসহ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে সেনাসদস্যের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।

jagonews24

এসময় বরিশাল সদর দপ্তর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল, লেফটেন্যান্ট কর্নেল সালেহ ও মেজর জাওয়াদসহ শেখ হাসিনা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

jagonews24

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার বথিপাড়া এলাকায় পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের সঙ্গে বান্দরবানের রুমা জোনের একটি সেনা টহল দলের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান নিহত হন। তিনি ওই টহল দলের কমান্ডার ছিলেন।

এ ঘটনায় আরও এক সেনাসদস্য আহত ও তিন সন্ত্রাসী নিহত হন।

আব্দুস সালাম আরিফ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।