বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও এক জেলের মরদেহ উদ্ধার
ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের মধ্যে আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাতজন।
বুধবার (৯ জানুয়ারি) বঙ্গোপসাগরের কালীর চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে আরও ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
বাগেরহাট পূর্ব বনবিভাগের দুবলা শুঁটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, উদ্ধার হওয়া ব্যক্তির নাম মফিজুল শেখ। তার বাড়ি মোংলার সোনাইলতলা ইউনিয়নে।
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও সাতটি ট্রলার ও সাত জেলে নিখোঁজ রয়েছেন।
এর আগে ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ১৮টি ট্রলারডুবি ও ১৪ জেলে নিখোঁজ হন।
মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/জিকেএস