নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিখোঁজের একদিন পর মো. আমিনুল হক (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ১নং হরণী ইউনিয়নের ইসলামপুর এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. আমিনুল হক হাতিয়ার আল আমিন গ্রামের ৭নং টুইন হাউজ এলাকার মৃত আবদুল হালিমের ছেলে। তিনি মাঈন উদ্দিন বাজারের সবজি ব্যবসায়ী ছিলেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, মরদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পারিবার জানায়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বুধবার খবর পেয়ে মরদেহ শনাক্ত করা হয়।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।