পাহাড়ি টিলা ধসে চা শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:২২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর এলাকায় পাহাড়ি টিলা ধসে মাটিচাপা পড়ে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চাতলাপুর ৬নং বাউরি টিলার কড়ইতল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউরি টিলার চনু বাউরির স্ত্রী শেফালী বাউরি (৪৮) ঘর লেপনের জন্য সাদা মাটি আনতে ১৯নং সেকশনের গিয়েছিলেন। সেখানে হঠাৎ টিলা ধসে মাটিচাপা পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চাতলাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী জানান, নারী চা শ্রমিকরা পাহাড়ি ছড়ার পারের টিলার নিচ থেকে ঘর লেপনের জন্য সাদা মাটি সংগ্রহ করতে যান। এ সময় টিলা ধসে মাটিচাপা পড়েন ওই নারী।

শরীফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিণয় ভূষণ রায় বলেন, তদন্ত সাপেক্ষে বিষয়টি দেখা হবে।

আব্দুল আজিজ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।