সাপ্লাই পানিতে আসছে পোকা
বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে সরবরাহকৃত পানি পোকামাকড়ে ভর্তি। ফলে সুপেয় পানির অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় ২শ পরিবারকে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান পৌরসভাধীন উজানি পাড়ার বরিশাল পাড়ার বাসিন্দারা জাগো নিউজের কাছে এ অভিযোগ করেন।
মো. আক্তার, বিধান বড়ুয়া, আলমগীর হোসেনসহ নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে পানিতে ছাতরা পোকা, কেচো, বিছাসহ নানা ধরনের পোকা ও ময়লাযুক্ত পানি আসছে সাপ্লাই পানির পাইপ দিয়ে। যা ব্যবহারের সম্পূর্ণ অনুপোযোগী। নিয়মিত পানির বিল পরিশোধ করার পরও জনস্বাস্থ্য প্রকৌশলের এ ধরণের দ্বায়িত্বহীন সেবা খুবই দুঃখজনক।

নিম্ন আয়ের হওয়ায় আমরা বেসরকারি প্রতিষ্ঠান থেকে ফিল্টার পানিও কিনতে পারি না। সাপ্লাই ও নদীর পানি ব্যাবহারের ফলে পাড়ার অধিকাংশ লোক টাইফয়েট, ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। লাইনম্যানকে কয়েকবার বলার পরও কোনো প্রতিকার পাননি বলে জানান তারা।

রুকসানা ও তাহমিনা বেগম বলেন, দীর্ঘদিন ধরে সাপ্লাই পানির সঙ্গে নানা ধরনের পোকা আসছে। যা কোনোভাবেই ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নদী থেকে পানি এনে তা ফুটিয়ে ব্যবহার করতে হচ্ছে। নিয়মিত বিল পরিশোধ করেও কেন বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ ধরনের নোংরা পানি সরবরাহ করছে তার জবাব চান তারা।
এ বিষয়ে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য্য জানান, সাপ্লাই পানির সঙ্গে পোকা মাকড়ের বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবুও সমাধানের জন্য দ্রুত ব্যাবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
এফএ/এএসএম