চুয়াডাঙ্গায় নারী কয়েদীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:২১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

চুয়াডাঙ্গায় হালিমা বেগম (৬৫) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হালিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া জানান, ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি নিজ বাড়িতে খুন হন হালিমার স্বামী আবু বক্কর সিদ্দিক। ঘটনার পর হালিমা খাতুনকে অভিযুক্ত করে সদর থানায় মামলা করেন জামাই এমদাদুল হক। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। ২০২১ সালের ৬ অক্টোবর তাকে গ্রেফতার করে পুলিশ। সে থেকে সে জেলা কারাগারে ছিল। বিকেল ৫টার দিকে হঠাৎ অসুস্থ হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে মরদেহ আইনগত প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, দুপুরে অসুস্থ অবস্থায় হাসপাতালে আসলে হালিমা খাতুনকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

সালাউদ্দীন কাজল/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।