রাস্তায় পড়ে থাকা অজ্ঞান নারীকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ
নেত্রকোনার মোহনগঞ্জে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা এক বৃদ্ধাকে (৭০) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ওই বৃদ্ধার পরিচয় জানতে ফেসবুকে পোস্টসহ নানা উপায়ে চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পৌরশহরের রেলস্টেশনের কাছে রাস্তার পাশে ওই নারীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওই নারীর পরিচয় জানতে নিজের ফেসবুক আইডি থেকে ছবিসহ একটি পোস্ট দেন মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোমেন রহমান।
চিকিৎসকের বরাত দিয়ে আজ দুপুরে তিনি জানান, এখনো পর্যন্ত ওই নারীর জ্ঞান ফেরেনি। তার চিকিৎসা চলছে।
এসআই মো. মোমেন রহমান বলেন, উনি বয়স্ক মানুষ। প্রচণ্ড শীতের কারণে অজ্ঞান হতে পারেন। আবার এমনও হতে পারে তিনি কোনো অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। তবে চিকিৎসকরা এখনো এ ব্যাপারে নিশ্চিত হতে পারেননি। জ্ঞান ফেরার পর আশা করছি বিস্তারিত জানতে পারবো। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এইচ এম কামাল/এসআর/জিকেএস