ভটভটি চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২

দিনাজপুরের গোপালগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় দয়াল রায় (২২) নামে এক মোটরসাইকেল চালুকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রসেনজিৎ রায় (২০) নামে অপর এক মোটরসাইকেল আরোহী।

শুক্রবার (১১ ফেব্য়াারুরি) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দয়াল রায় সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের নন্দইডড় গ্রামের বাসিন্দা দুখু রায়ের ছেলে। আহত প্রসেনজিৎ রায় একই এলাকার শান্তি রায়ের ছেলে। তারা দু'জনই সদরের সাহা নামে একটি অটোরাইস মিলে কর্মরত ছিলেন।

কোতয়ালী থানার এএসআই অমল চন্দ্র রায় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন তারা। পথে গোপালগঞ্জ বাজারে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে দু’জনই রাস্তায় পড়ে যান তারা। এ সময় পেছনে থাকা আসা একটি ভটভটি চাপা দিলে ঘটনাস্থলেই চালক দয়াল রায়ের মৃত্যু হয়।

কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।