বাসের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:২৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নূর মোহাম্মদ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ (৩২) হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মাস্টার সর্দারটেক এলাকার মৃত শফিউল আলমের ছেলে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ধ্যার দিকে নূর মোহাম্মদ মোটরসাইকেলে করে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাবুয়া এলাকায় পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী যুবক ছিটকে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।