নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যবসায়ীর টাকা ছিনতাই ও কর্মচারীকে মারধরের ঘটনায় চার কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- কৈয়া গ্রামের সেকান্তর বাড়ির মো. শাহজাহানের ছেলে মো. শামিম হাসান তুহিন (১৯), সোনাইমুড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের নওতলা গ্রামের চাঁদগাজী ব্যাপারী বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে মো. এমরান হোসেম (২১), মো. বাবুলের ছেলে রমজান আলী (১৯) ও মো. সুমনের ছেলে মো. রুবেল (২০)।
শুক্রবার রাতে উপজেলার কৈয়া ও নওতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে টাকা ছিনতাই ও কর্মচারীকে মারধরের ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জের উত্তরহাওলা ইউনিয়নের ডিম ব্যবসায়ী কাজী হেলাল উদ্দিন (৪৫) বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতারদের শনিবার নোয়াখালীর বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
মামলা সূত্রে জানা গেছে, কুমিল্লার ওই ব্যবসায়ীর কর্মচারী মিজানুর রহমান গত ৩০ জানুয়ারি সোনাইমুড়ীর কৈয়া গ্রামের খালপাড়ায় তুহিনের দোকানে ডিম বিক্রি করতে গেলে আসামিরা তার কাছ থেকে ২৬ হাজার ৭০০ টাকা ছিনতাই করে। বিষয়টি এলাকার লোকজনকে জানালে একই আসামিরা বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ওই কর্মচারীকে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মারধর করে ফের ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস