রাস্তায় কুড়িয়ে পাওয়া ল্যাপটপ মালিককে ফেরত দিলেন অটোরিকশা চালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২
ল্যাপটপটি ফিরে পেয়ে অটোরিকশা চালককে পুরস্কৃত করেন এর মালিক

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় কুড়িয়ে পাওয়া ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র প্রকৃত মালিকের কাছে ফেরত দিলেন অটোরিকশা চালক আমির উদ্দিন (৫৫)।

ল্যাপটপের মালিক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন। তিনি একটি অনলাইন নিউজ পোর্টালের লালমনিরহাট জেলা প্রতিনিধি। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার কাছে ল্যাপটপটি ফেরত দেন ওই অটোরিকশা চালক।

এসময় হাতীবান্ধা থানার দোয়ানী ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক ও ডিমলা উপজেলার এসআই রুস্তমসহ এলাকার স্থানীয়রা উপস্থিত থেকে অটোরিকশা চালক আমির উদ্দিনকে পুরস্কৃত করেন।

আমির উদ্দিনের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার বাইশ পুকুর এলাকায়।

ল্যাপটপের মালিক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন জানান, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ইজিবাইকে করে পরিবারসহ তিনি তিস্তা ব্যারাজ হয়ে জলঢাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তিস্তা ব্যারাজের ফ্লাট বাইপাস সড়কে ল্যাপটপটিসহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে ফেলেন। প্রায় সাতদিন পর অটোরিকশা চালক আমির উদ্দিন তাকে ফোন দেন। ফোন পেয়ে মোয়াজ্জেম হোসেন নীলফামারীর ডিমলা উপজেলার এক নম্বর ডালিয়া এলাকায় আসেন। সেখানে অটোরিকশা চালক আমির উদ্দিন তাকে ল্যাপটপের ব্যাগটি ফেরত দেন।

অটোরিকশা চালক আমির উদ্দিন বলেন, ওইদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপরও ব্যাগটি পেয়ে প্রকৃত মালিককে ফেরত দিতে খুব চেষ্টা করেছি। পরে এর প্রকৃত মালিকের সন্ধান পেয়ে তাকে খবর দেই।

তিনি আরও বলেন, তিস্তা নদীতে আমার ১০ বার ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে। সব হারিয়ে আজ অটোরিকশা চালক হয়েছি। তবে প্রকৃত মালিককে ব্যাগটি ফেরত দিতে পেরে খুব ভালো লাগছে।

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন বলেন, হারিয়ে যাওয়া ল্যাপটপসহ ব্যাগটি খুঁজে পাওয়া আমি খুবই খুশি। ব্যাগে টাকা-পয়সা না থাকলেও মূল্যবান কাগজপত্র ছিল। অটোরিকশা চালক আমির উদ্দিন ব্যাগটি ফেরত দিয়ে সততার পরিচয় দিলেন।

রবিউল হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।