স্বাভাবিক ভোটে জনগণের রায় মেনে নেওয়ার সাহস আ’লীগের নেই: এ্যানী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২
লক্ষ্মীপুরে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, স্বাভাবিক ভোটে জনগণের রায় মেনে নেওয়ার সাহস তাদের নেই। ক্ষমতায় থেকে দুর্নীতি আর দুঃশাসন নিয়ে তারা ব্যস্ত। সুযোগ-সুবিধা পেয়ে র‌্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনী তাদের পাহারা দিয়ে রেখেছে। এমন অবস্থায় আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি হয়েছে। এ চাপে সরকার ব্যাপকভাবে ভীত।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরে নিজ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় সভামঞ্চের জন্য জেলা কৃষক দলের পক্ষ থেকে বিএনপিকে একটি ডায়াস উপহার দেওয়া হয়।

বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যানী আরও বলেন, আন্দোলন-সংগ্রামের একপর্যায়ে আমাদের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। তবুও আমরা লক্ষ্মীপুর ছেড়ে যাইনি। কিন্তু ২০১৩ সালের ১২ ডিসেম্বর জনগণের তোপের মুখে পড়ে লক্ষ্মীপুর থেকে র‌্যাব পালিয়ে যেতে বাধ্য হয়েছে। র‌্যাব বাহিনী এখন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা আমির হোসেন চাষী, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুল আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

কাজল কায়েস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।