সার্চ কমিটি নিয়ে কোনো আগ্রহ নেই: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

সার্চ কমিটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটি সম্পর্কে কোনো আগ্রহ নেই। শুধু সার্চ কমিটি নয় নির্বাচন কমিশন গঠনের বিষয়েও কোনো প্রক্রিয়াতেই আমরা থাকবো না। আওয়ামী লীগ সরকারের অধিনে কোনো নির্বাচন সুষ্ঠ হতে পারে না, এটা পরিক্ষিত সত্য।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সার্চ কমিটিতে অংশ না নিলে মামলা সম্পর্কে ফখরুল বলেন, তাদের আইন সম্পর্কে কোনো ধারণাই নেই। রাজনৈতিক দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

তানভীর হাসান তানু/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।