এইচএসসি পাস করলেন জন্মান্ধ চয়ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২
পরীক্ষা দিচ্ছেন চয়ন তালুকদার।

সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দৃষ্টিহীন চয়ন তালুকদার।

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফলে চয়ন তালুকদার ৩ দশমিক ৯২ পেয়ে পাস করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী হলেও চয়ন পড়াশোনার বিষয়ে মনোযোগী। ছোট বোন বৃষ্টি তালুকদারের কাছ থেকে পড়া শুনে মুখস্থ করে শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিয়ে এইচএসসি পাস করেন তিনি।

চয়নের বাবা কৃষক নিতাই তালুকদার বলেন, কষ্টকরে অভাবের সংসার চালিয়ে যাচ্ছি। ছেলে-মেয়ে দুজনই এইচএসসি পাশ করায় খুশি। কিন্তু আগামীতে কীভাবে আর পড়াব ভেবে পাচ্ছি না।

চয়ন তালুকদার বলেন, অনার্স পড়তে চাই। জগন্নাথপুরে অনার্স পড়ার সুযোগ না থাকায় দুশ্চিন্তায় আছি। আর্থিক অভাব-অনটনের সংসারে শহরে থেকে অনার্স পড়া নিয়ে ভাবতে পারছি না।

জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম বলেন, চয়ন তালুকদারের পড়ালেখার আগ্রহ দেখে আমারা তাকে শ্রুতি লেখকের ব্যবস্থা করে দেই। সে পাশ করায় খুব ভালো লাগছে।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।