জব্দ ৬ মণ জাটকা বিতরণ করা হলো এতিমখানায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
মাছগুলো স্থানীয় এতিমখানা ও এলাকার গরিবদের মাঝে বিতরণ করা হয়

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে আটটি বেহুন্দি ও তিন লাখ মিটার কারেন্ট জাল এবং ছয় মণ জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌপুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর জব্দ এসব মাছ কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়িতে আনা হয়। পরে স্থানীয় এতিমখানা ও এলাকার গরিবদের মাঝে এগুলো বিতরণ করা হয়। জব্দ জাল রাতেই পুড়িয়ে ফেলা হয়।

নৌপুলিশ সূত্র জানায়, কিছু অসাধু জেলে কারেন্ট জাল দিয়ে জাটকা শিকার করছেন—এমন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত উপজেলার রামনাবাদ চ্যানেলসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এসময় আটটি বেহুন্দি, তিন লাখ মিটার কারেন্ট জাল ও ছয় মণ জাটকা জব্দ করে নৌপুলিশ ফাঁড়িতে আনা হয়। সেখানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো এতিমখানা ও স্থানীয় গরিবদের মাঝে বিতরণ এবং জালগুলো পুড়ে ফেলা হয়।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ এতথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।