নার্সিং কলেজের আবাসিক ভবনে মিললো শিক্ষার্থীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২

লালমনিরহাটে নার্সিং কলেজের আবাসিক ভবন থেকে আলামিন সরকার আবির (২২) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় লালমনিরহাট নার্সিং কলেজের ৮০০ বর্গফুট আবাসিক ভবন নামক ছাত্র হলের নিজ কক্ষ থেকে তার উদ্ধার করা হয়।

নিহত আলামিন সরকার আবির (২২) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর (আষারিয়া চালা) এলাকার সাইফুল ইসলামের ছেলে। সে লালমনিরহাট নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং সাইন্সের প্রথম বর্ষের ছাত্র ছিলো।

নিহত আলামিনের রুমমেট রনি আহমেদ জানায়, দুপুরে সবাই খেতে যাই। তখন সে রুমেই ছিলো। খাবার শেষে ফিরে দেখি কক্ষ ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে ফোন করলেও তা রিসিভ করছিলো না। এ সময় রুমে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হলে বিষয়টি অধ্যক্ষকে জানানো হয়। পরবর্তীতে তিনি আরও কয়েকজন শিক্ষক ও হলে থাকা শিক্ষার্থীকে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত [মরদেহ দেখতে][ Suicide] পায়। পরে কলেজ কর্তৃপক্ষ থানায় অবগত করলে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে লালমনিরহাট নার্সিং কলেজের অধ্যক্ষ সাহেবা বেগম কোনো কথা বলতে রাজি হননি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, নার্সিং কলেজের আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর তা জানা যাবে।

মো. রবিউল হাসান/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।