ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:০৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
নদী থেকে মরা মাছ সংগ্রহ করছে শিশু-কিশোররা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন করছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে নদীতে বিভিন্ন প্রজাতির মরা মাছ ভেসে উঠতে দেখা যায়।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে কে বা কারা নদীতে বিষ দেয়। বিষক্রিয়ায় অনেক মাছ মারা গেছে। নদীর তলদেশ থেকে দেশীয় প্রজাতির গোলশা, বাশপাতা, মলা-ঢেলা, টুনা ও পুঁটি মাছ মরে ভেসে উঠছে। এসব মাছ ধরতে মশারি, জাল নিয়ে নদীতে নেমে পড়েছেন স্থানীয়রা।

সালাহ্ উদ্দিন শুভ নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, প্রতি বছর শুষ্ক মৌসুমে ধলাই নদীতে বিষ ঢেলে মাছ শিকার করা হয়। কিন্তু যারা এসব কাজ করছেন তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় বার বার এ ঘটনা ঘটছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া জাগো নিউজকে বলেন, বিষ দিয়ে মাছ মারা শাস্তিযোগ্য অপরাধ। তাছাড়া বিষ প্রয়োগে মরা মাছ রান্না করে খেলেও স্বাস্থ্যের জন্য ঝুঁকি রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য বিভাগ মিলেই ধলাই নদীতে বিষ প্রয়োগ বন্ধ করা হবে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, শাস্তিযোগ্য অপরাধ এটি। উপজেলা মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সরেজমিন তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল আজিজ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।