স্বামীর পরীক্ষায় প্রক্সি দিয়ে কারাগারে স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

ঝালকাঠিতে স্বামীর অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় মারিয়া রহমান নামে এক কলেজছাত্রীর একবছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বশির গাজি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজি জাগো নিউজকে বলেন, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রের চলমান অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় ঝালকাঠি সরকারি কলেজের ছাত্র মতিয়ার রহমানে পরিবর্তে তার স্ত্রী বরিশাল সরকারি মহিলার কলেজের ছাত্রী মারিয়া অংশ নেন। বিষয়টি ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরিদর্শকদের নজরে আসলে প্রশাসনকে জানানো হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি দেওয়ার দায়ে মারিয়ার এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আতিকুর রহমান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।