উখিয়ায় ১৯১ ভরি স্বর্ণসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২
র‌্যাবের হাতে আটক করম আলী ওরফে করিম

কক্সবাজারের উখিয়ায় ১৯১ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের র‍্যাব-১৫ এর কমান্ডার লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার দিনগত রাতে উপজেলার পালংখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

jagonews24

আটক করম আলী ওরফে করিম (৩৭) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিয়াঘোনা এলাকার ঠান্ডা মিয়ার ছেলে।

লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ছয়টি স্বর্ণের বার, চারটি নেকলেস, ৩৩টি গলার চেইন, ১৭টি চুড়ি, ৩৫ জোড়া কানের দুল, ১৫টি লকেট, ১২টি নাকফুল, ১৬টিসহ করম আলীকে আটক করে। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৬ লাখ ৯ হাজার ৪৫৯ টাকা। পরে উখিয়া থানায় মামলা দিয়ে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর, কক্সবাজার/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।