ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২

নওগাঁর রানীনগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রানীনগর স্টেশন সংলগ্ন হোম সিগন্যালের পাশে কুড়িগ্রাম এক্সপ্রেসে কাটা পড়ে তারা মারা যান।

নিহতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের পান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২৩) ও তার পাঁচ বছরের মেয়ে নূরজাহান।

জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে সকালে মেয়ে নূরজাহানকে নিয়ে বাড়ি থেকে বের হন ময়নুম বিবি। রানীনগর রেলস্টেশন সংলগ্ন হোম সিগন্যালের পাশে তারা অবস্থান করছিলেন। দুপুর ১২টার দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন এলে মেয়ে নূরজাহানকে নিয়ে মা ময়নুম বিবি ঝাঁপ দেন। এতে শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আব্বাস আলী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।