লক্ষ্মীপুরে ফাজিলের ১৭ পরীক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২

লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসা (আলিয়া মাদরাসা) কেন্দ্রে ফাজিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন তাদের বহিষ্কার করেন।

সালেহ উদ্দিন জানান, আজ ইসলামের ইতিহাস ও উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা চলছিল। দুপুরে কেন্দ্র পরিদর্শন করার সময় ১৭ পরীক্ষার্থীকে নকল করতে দেখা যায়। এ কারণে তাদের বহিষ্কার করা হয়।

তিনি আরও জানান, দুজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়ায় তাদের এক বিষয়ের পরীক্ষা থেকে বিরত রাখা হয়েছে।

কাজল কায়েস/এসআর/জীকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।