সাতক্ষীরা সীমান্তে ২৩ কেজি রুপার গহনা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ২৩ কেজি ভারতীয় রুপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মজুমদার খাল এলাকা থেকে এসব গহনা জব্দ করা হয়। পরে দুপুরে ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সাতক্ষীরার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

jagonews24

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার সিদ্দিকুর রহমান খান কর্তৃক সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি মজুমদার খাল নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৯ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২৩ কেজি রুপার গহনা জব্দ করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা হয়েছে। এছাড়া জব্দকৃত গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ৩৩ বিজিবি সাতক্ষীরার অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, দেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষায় চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।

আহসানুর রহমান রাজীব/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।