শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুমন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার সুমন সদর উপজেলার ১২নং সালন্দর ইউনিয়নের আলীমোড় শিংপাড়া গ্রামের সবুর আলীর দ্বিতীয় ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি দুলাভাই সুমনের বাসায় বেড়াতে যায় তার ১৫ বছরের শ্যালিকা। ১০ ফেব্রুয়ারি গভীর রাতে তাকে ধর্ষণ করেন সুমন। ঘটনা জানার পর ১২ ফেব্রুয়ারি কিশোরীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান তার বাবা। পরে থানায় মামলা করেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ‘আমার ছোট মেয়ে তার দুলাভাই সুমনের বাড়িতে বেড়াতে যায়। একদিন গভীর রাতে বড় মেয়ের অগোচরে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে সুমন। তার উপযুক্ত বিচার চাই। যাতে কেউ ভবিষ্যতে এ ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়।’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জাগো নিউজকে বলেন, মামলা হওয়ার পর থেকেই সুমনকে ধরতে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। অবশেষে গ্রেফতারের পর আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তানভীর হাসান তানু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।