কুড়িগ্রামে ১ কেজি আলু সংরক্ষণে হিমাগার খরচ ৫ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২

কুড়িগ্রামে আলু সংরক্ষণের জন্য হিমাগারের ভাড়া কেজি প্রতি ৫ টাকা ২০ পয়সা। এ নিয়ে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আলু চাষিরা।

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বাজারে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন আলু চাষিরা।

মানববন্ধনে আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম দুলাল বলেন, একদিকে আলুর বাজার নিম্নমুখী অন্যদিকে হিমাগারের ভাড়া বাড়তি থাকায় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে দ্রুত হিমাগার ভাড়া কমানোর দাবি জানাচ্ছি।

jagonews24

আলু চাষি আইয়ুব আলী ব্যাপারী বলেন, গত বছর হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া ছিল প্রতি কেজি ৩ টাকা ৭০ পয়সা। এবার তা বেড়ে ৫ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হিমাগার ভাড়া না কমালে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।

এ বিষয়ে কুড়িগ্রামের এ হক হিমাগারের পরিচালক তোফায়েল আহমেদ জাগো নিউজকে বলেন, ঢাকা হিমাগার সমিতি কর্তৃক ৫০ কেজির প্রতিটি আলুর বস্তার ভাড়া নির্ধারণ হয়েছে ৩২০ টাকা। সেটা আমরা কমিয়ে বস্তা প্রতি গত মৌসুমে ২৬০ টাকা করে নিয়েছি। চলমান মৌসুমেও ৫০ কেজির প্রতি বস্তা ২৫০-২৬০ টাকা করে নেওয়া হবে। তবে যেহেতু এখন পর্যন্ত হিমাগারে আলু ঢোকানো শুরু হয়নি, তাই আলু ঢোকানোর পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

মো. মাসুদ রানা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।