রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গুলিতে দুই কিশোর গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২
আহত দুই কিশোর

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া পুলিশ ক্যাম্পে রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গুলিতে দুই কিশোর গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্টের-এফ-১ ব্লকে এ হামলার ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক নাইমুল হক নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলো-কুতুপালং ক্যাম্পের মধুরছড়া ব্লক এফ/০১ এর সাব্বির আহমেদের ছেলে মো. জমির (১৫) ও একই ক্যাম্পের মো. জলিলের ছেলে নজিমুল্লাহ (১৪)।

নাইমুল হক জানান, আবুল হাশিমসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন রোহিঙ্গা দুষ্কৃতকারী মাদক ব্যবসাকে কেন্দ্র করে গুলি করলে জমির ও নজিমুল্লাহ গুলিবিদ্ধ হয়। গুলির শব্দে লম্বাশিয়া ক্যাম্প ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ। পরে চিকিৎসার জন্য তাদের স্থানীয় আইওএম হাসপাতালে পাঠায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায় এবং পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনায় জড়িত হিসেবে রোহিঙ্গা দুষ্কৃতকারী আবুল হাশিমকে (২৯) শনাক্ত করা হয়েছে। তিনি রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের-এফ-১ ব্লকের মীর কাশিমের ছেলে।

হাশিম ক্যাম্পের মুন্না গ্রুপের কমান্ডার মোস্তাফিজের ভাগিনা। মিয়ানমারে তাদের বাড়ি ছিল মংডুর লেন্সি বদলাপাড়া।

আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করেন এসপি নাইম।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।