জামাতাকে তুলে দিয়ে নামছিলেন চলন্ত ট্রেন থেকে, কাটা পড়ে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:১৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

দিনাজপুর রেলস্টেশনে মেয়ের জামাইকে তুলে দেওয়ার পর চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে মাজেদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মাজেদুল ইসলাম বিরল উপজেলার দোগাছি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর স্টেশনে বিরতি দেয়। এ সময় ট্রেনে তুলে দিয়ে বগির ভেতরে মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলছিলেন মাজেদুল। এরই মধ্যে ট্রেন ছেড়ে দেয়।

চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়ো করে উল্টোদিকে নামতে যান। এসময় পা ফসকে মাজেদুল রহমান প্ল্যাটফরম থেকে নিচে লাইনে পড়ে যান। এতে তার শরীর থেকে পা দুটো বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি দিনাজপুর স্টেশনে ছেড়ে চলে যাওয়ার পর দুই পা কাটা পড়া মাজেদুল ইসলামকে গুরুত্বর আহত অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর ৪টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা মাজেদুলের মারা যাওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।