মতলব দক্ষিণে জেলে পুনর্বাসন কর্মসূচির ৩২ ছাগলের ১৩টি মারা গেছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জেলে পুনর্বাসন কর্মসূচির আওতায় বিতরণ করা ৩২ ছাগলের মধ্যে ১৩টিই মারা গেছে।

নিবন্ধিত ১৬ জেলের হাতে গত ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দুটি করে ছাগল দেন মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন। কিন্তু বিতরণের পর ২৮ জানুয়ারি প্রথম ছাগল মারা যায়। এরপর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মারা যায় ১৩ ছাগল।

মারা যাওয়া ছাগলগুলোর মধ্যে রয়েছে, মতলব পৌর এলাকার ৪নং ওয়ার্ডের চরমুকুন্দি গ্রামের মিলন সরকারের দুটি, আনোয়ার হোসেন প্রধানের দুটি, আলী আক্তার সরকারের একটি, বোরহান প্রধানের দুটি, জাহাঙ্গীরের দুটি, মোজাম্মেল সরকারের একটি, সাজু মিয়ার দুটি এবং জাকির হোসেনের ১টি।

জানা যায়, বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় মতলব দক্ষিণ উপজেলায় জেলেদের বিকল্প কর্মসূচি হিসেবে ৬০টি ছাগল বিতরণে বরাদ্দ হয়। পরবর্তীতে বিতরণের জন্য ঠিকাদারের মাধ্যমে ছাগলগুলো সংগ্রহ করা হয়। যার প্রতিটি মূল্য ছিল আট হাজার টাকা। অভিযোগ উঠেছে অপ্রাপ্তবয়স্ক ও রোগা ছাগল দেওয়ায় সেগুলো অল্প সময়ের মধ্যেই মারা গেছে। এছাড়া লাভের আশায় ঠিকাদার ও মৎস্য কর্মকর্তার যোগসাজশে বরাদ্দের তুলনায় কম দামে ছাগলগুলো কেনা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

জেলে বোরহান প্রধান বলেন, আমার ছাগলের মৃত্যুর বিষয়টি মৎস্য কর্মকর্তাদের জানিয়েছি। তিনি ছাগলের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে এখনো পাইনি।

jagonews24

জেলে মিলন সরকার জানান, যে ছাগল দেয়া হয়েছে, সেগুলো সব দুধের বাচ্চা। মায়ের দুধ ছাড়ার আগে ছাড়িয়ে আনায় ছাগলগুলো দুর্বল ও আকারে ছোট ছিল। এগুলো পাওয়ার পর থেকে অনেক ওষুধ খাওয়ানো হয়েছিল তবে রক্ষা করা যায়নি।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, কতগুলো ছাগল মারা গেছে তা সঠিক জানি না। তবে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি ১৩ ছাগল মারা গেছে। যাদের ছাগল মারা গেছে তাদেরকে ঠিকাদারের মাধ্যমে পুনরায় ছাগল দেওয়া হবে।

মতলব দক্ষিণ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, সরেজমিনে তদন্তের সময় প্রত্যেক ভোক্তভোগীর সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, আরও কিছু বিষয় খতিয়ে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন দিয়েছি।

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, বিভিন্ন গণমাধ্যমে খবরটি জেনেছি। তবে এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ভালো বলতে পারবেন।

নজরুল ইসলাম আতিক/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।