ইঁদুর মারা বিষ খেয়ে শ্বশুরবাড়ি গেলেন জামাই
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ইঁদুর মারা বিষ পান করে আত্মহত্যা করেছেন মজিবর রহমান (৪২) নামে এক ব্যক্তি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মজিবর রহমান উপজেলার পাইকডাঙ্গা গ্রামের দীন উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মজিবর কয়েক মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি মাঝে মধ্যেই পরিবারের কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যেতেন। ২২ ফেব্রুয়ারি তিনি পরিবারের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে চরভুরুঙ্গামারীর নতুন হাটবাজার থেকে ইঁদুর মারা বিষ কিনে পান করেন। পরে পার্শ্ববর্তী আনন্দ বাজার এলাকায় তার শ্বশুরবাড়িতে গিয়ে মাটিতে পড়ে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে অসুস্থ অবস্থায় ভুরুঙ্গামারী উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৮টার সময় তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গেলে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মজিবরের মরদেহের দাফন সম্পন্ন হয়।
নিহত মজিবরের ভায়রা আব্দুল জলিল জানান, মজিবর ৩-৪ মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তিনি হঠাৎ নিখোঁজ হয়ে কয়েকদিন বাড়ির বাইরে থাকতেন।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মানসিক সমস্যার কারণে ওই ব্যক্তি ইঁদুর মারা বিষ পান করে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি ও অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মাসুদ রানা/এফএ/জেআইএম