বিএনপির আমলে ভাতা পাননি বীর মুক্তিযোদ্ধারা: ইকবালুর রহিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
হুইপ ইকবালুর রহিম

বিএনপি সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেছেন, খালেদা জিয়া নিজেও একজন বিধবা। কিন্তু তিনি বিধবা হয়েও কোনো বিধবাকে একটি টাকাও দেননি। কোনো ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস বা কোনো দুস্থ রোগীকে কোনো টাকা-পয়সা দেননি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষকে ভালোবাসেন। সব মানুষকে ভালো রাখতে চান। আজ আপনাদের অসুস্থতার কথা বিবেচনা করে তিনি চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিচ্ছেন। যারা ভূমি ও গৃহহীন, প্রধানমন্ত্রী তাদের পাকা ঘরবাড়ি দিচ্ছেন। প্রধানমন্ত্রীর হাত ধরে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।’

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন হুইপ ইকবালুর রহিম।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতরের বাস্তবায়িত ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের এ চেক বিতরণ করা হয়।

বিএনপির আমলে ভাতা পাননি বীর মুক্তিযোদ্ধারা: ইকবালুর রহিম

অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে দিনাজপুর সদরের ৪৭ জন বিভিন্ন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ২৩ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।