মনোহরদীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২

নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুলের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। পরে বুধবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সৈয়দেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন মিটুল চেয়ারম্যান। গত ৬ ফেব্রুয়ারি মিটুল ওই বাড়িতে যান। এসময় নির্যাতিতা ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন। পরদিন মিটুল চেয়ারম্যান ছাত্রীর বাড়িতে গিয়ে ট্যাবলেট খাইয়ে আসেন। ১৯ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে ওই বাড়িতে গিয়ে ছাত্রীকে জমি লিখে ও বিবাহের আশ্বাসে অবৈধ সম্পর্কের প্রস্তাব দেন। পরে ওই ছাত্রী চিৎকার করে পাশের বাড়িতে চলে যায়। পরে আশপাশের মানুষ ভিড় করলে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।

সঞ্জিত সাহা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।