ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক এসআইসহ পাঁচজন রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২

ছিনতাইয়ের প্রস্তুতিকালে র‌্যাবের হাতে গ্রেফতার পুলিশের এসআই মোশাররফ হোসেন ও যশোরের চৌগাছা পৌরসভার কাউন্সিলর মোস্তফা বিশ্বাসসহ পাঁচজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গ্রেফতার পাঁচজনের সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খাঁন।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মাহবুব হোসেন জানান, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে কিছু ব্যক্তি, এমন খবর পেয়ে সাতক্ষীরা ক্যাম্পের র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় তাদের অভিযানে আটক হন যশোর পুলিশ হাসপাতালে কর্তব্যরত উপ-পরিদর্শক মোশাররফ হোসেন, যশোরের চৌগাছা পৌরসভার কাউন্সিলর মোস্তফা বিশ্বাস, যশোর বেজপাড়ার গৌরপদ শীলের ছেলে সুজন শীল, যশোর কাজীপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে শরীফুল ইসলাম ও যশোরের চৌগাছা এলাকার মাহবুবুর রহমান।

এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি খেলনা পিস্তল, দুটি পিস্তলের কভার, একটি ওয়াকিটকি সেট, দুটি হ্যান্ডক্যাপসহ ছিনতাইয়ের বিভিন্ন সরঞ্জামাদি। ওই দিনই আটক পাঁচজনকে আসামি করে পাটকেলঘাটা থানায় মামলা করেন র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের নায়েব সুবেদার আ: রহিম। মামলা নং ১৪/২২। মামলাটি তদন্তের দায়িত্ব পান পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খাঁন।

আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।