পাখিভ্যানে বাজারে যাওয়ার পথে প্রাণ গেলো বৃদ্ধের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২

বাজারে লালশাক বিক্রি করতে যাওয়ার পথে পিকআপভ্যানের ধাক্কায় মোশাররফ হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের ডিঙ্গেদাহ মৎস্য খামারের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন সদর উপজেলার সুবদিয়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

নিহতের ভাগ্নে জাফর হোসেন বলেন, সকালে পাখিভ্যানে চুয়াডাঙ্গা বড় বাজারে লালশাক বিক্রি করতে যাচ্ছিলেন তার মামা মোশাররফ হোসেন। এ সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির একটি পিকপভ্যান পাখিভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন মোশাররফ। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান বলেন, মোশাররফ হোসেনের মাথা ও কোমর আঘাতপ্রাপ্ত হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পিকআপটি শনাক্তে কাজ চলছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সালাউদ্দীন কাজল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।