নিজঘরের মেঝেতে মিললো স্কুলছাত্রের গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
নিহত জহিরুল ইসলাম

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকা থেকে জহিরুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জহিরুল মোহরদ্দিরচর গ্রামের বারেক সরদারের ছেলে ও সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জহিরুল ইসলামকে বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রাখে। স্থানীয় লোকজন বিষয়টি দেখে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

পূর্ব এনায়েতনগরের ইউপি চেয়ারম্যান রেহেনার স্বামী নেয়ামুল আকন বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে বলতে পারবো না। আসলেই এটি দুঃখজনক ঘটনা।

এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) সমুন বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। মৃতদেহের গলায় কোপের আঘাত রয়েছে।

নাসিরুল হক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।