ব্রহ্মপুত্রে ধরা পড়লো ১৭ কেজির বাঘাইড়
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে ১৭ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ বাজারে বাঘাইড়টি বিক্রি করা হয়। এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হাতিয়া ইউনিয়নের চর বাগুয়া গ্রামের জেলে আছর উদ্দিনের জালে মাছটি আটকা পড়ে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে থেতরাই ইউপির সাতদরগাহ বাজারে মাছটি বিক্রির জন্য ভ্যান করে আনেন মাঝি আছর উদ্দিন। সেখানে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৮০০ টাকায় মাছটি কিনেন উলিপুরের মাছ ব্যবসায়ী আওলাদ মিয়া। এরপর উলিপুর পৌর বাজারে মাছটি কেটে এক হাজার টাকা কেজি দরে মোট ১৬ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

জেলে আছর উদ্দিন জানান, বুধবার ভোরে জালে ১৭ কেজি ওজনের বাঘাইড়টি ধরা পড়ে। ব্রহ্মপুত্র নদে অনেক জেলের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় ধরা পড়ছে।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বিভিন্ন সময়ে ব্রহ্মপুত্র নদে বড় ও মাঝারি ধরনের বাঘাউড় ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই খুশি।
মাসুদ রানা/এএইচ/জিকেএস