চুয়াডাঙ্গা কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২

চুয়াডাঙ্গা জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসেম আলী (২৭) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসেম আলী দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের বকুল হোসেনের ছেলে।

জেলার শওকত হোসেন মিয়া জানান, রাত সাড়ে ১২টায় অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান তিনি।

তিনি আরও বলেন, ২০১৯ সালের ৭ এপ্রিল ধর্ষণ মামলায় ৩০ বছরের সাজা হয় হাসেম আলীর। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসানুল হক জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন হাসেম আলী।

সালাউদ্দীন কাজল/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।