পুলিশ পরিচয়ে পিকআপ ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ২
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুলিশ পরিচয়ে পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের উত্তর সুজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- গাজীপুর জেলার গাছা থানার টঙ্গী চেরাগ আলী বড় দেওরা মদুফা এলাকার সুরত আলীর ছেলে হৃদয় খান ভুট্টু (৩২) ও রংপুর জেলার বদরগঞ্জ থানার রামকৃষ্ণপুর এলাকার মো. নওশাদ আলীর ছেলে শাহিন আলম (৩১)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ফুলবাড়ীর উত্তর সুজাপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বেরিকেড দিয়ে ওই দুই যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একটি পিকআপ আটক করে ছিনতাইয়ের চেষ্টা করেন। পরে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় ওই পিকআপের চালক আরিফুল ইসলাম আপেল বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে ওই দুইজনকে দুপুরে আদালতে পাঠানো হয়। এরপর বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এমদাদুল হক মিলন/এমআরআর/এএসএম