মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ৩২ কিমি যেন গলার কাটা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২

মেহেরপুর-গাংনী-কুষ্টিয়া মহাসড়কের ৩২ কিলোমিটার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এ পথে চলাচলা করা যানবাহনসহ পথচারীরা প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন।

মেহেরপুর-গাংনী-কুষ্টিয়া মহাসড়ক কৃষি পণ্যসহ বিভিন্ন মালামাল বহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫৮ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সড়কের কোথাও পিচ ও পাথর উঠে মরণ ফাঁদে পরিণত হয়েছে। তবুও প্রয়োজনের তাগিদেই ঝুঁকি নিয়েই চলাচল করছে পথচারী। বিশেষ করে গাংনী থেকে খলিসাকুণ্ডি পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। গত দু’বছর কোনো সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

jagonews24

স্থানীয়রা জানান, মাঝে মাঝে সড়ক মেরামত হলেও কয়েকদিন পরই আবার পিচ-পাথর উঠে যায়। যাত্রী পরিবহণ ছাড়াও মুমূর্ষু রোগী নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়।

অ্যাম্বুলেন্স চালক হেলাল উদ্দিন জানান, রাস্তাটি খারাপ হওয়ায় রোগী নিয়ে চলাচল করতে ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় তাড়াতাড়ি হাসপাতালে যেতে না পারায় রোগীর মৃত্যু ঘটে। রাস্তা প্রশস্ত হলে সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।

jagonews24

মেহেরপুর সওজ-এর নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম সড়কটির দুরাবস্থার কথা স্বীকার করে জানান, সড়ক ও জনপথ বিভাগ সড়কটি বিভাগীয়ভাবে মেরামত করছে। পাশাপাশি প্রশস্তকরণের জন্য প্রায় ৭০০ কোটি টাকা একনেক এ অনুমোদন হয়েছে।

আসিফ ইকবাল/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।