নিখোঁজের ২ দিন পর বাড়ি ফিরে এলো সেই তরিকুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
শিশু তরিকুল ইসলাম

সাতক্ষীরা পৌর শহরে মাস্ক বিক্রি করে পরিবারের খরচ চালানো শিশু তরিকুল ইসলাম (৯) নিখোঁজের দুদিন পর বাড়িতে ফিরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিখোঁজের খবর দেখে যশোরের বেনাপোল এলাকা থেকে তাকে বাড়িতে পাঠিয়ে দেন স্থানীয়রা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে বাড়িতে ফিরে আসে সে। তরিকুল ইসলাম সাতক্ষীরা পৌর শহরের মধুমল্লারডাঙ্গী গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলামের ছেলে এবং পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

তরিকুলের বাবা রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো ২৩ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় তরিকুল। এরপর আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলছিল না। নিখোঁজ হওয়ার পর ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

তিনি আরও বলেন, রাত ১২টার দিকে বাড়িতে ফিরে আসে তরিকুল। এসে জানায়, যশোরের বেনাপোল ও নাভারণ এলাকায় ছিল সে। সেখান থেকে ফেসবুকে নিখোঁজের খবর দেখে বেনাপোল থেকে তাকে বাড়ি আসার জন্য গাড়িতে তুলে দেন স্থানীয় লোকজন। এরপর বাড়িতে ফিরে আসে।

তরিকুলের মা সালমা বেগম বলেন, ছেলেকে ফিরে পেয়ে আনন্দিত। ছোট মানুষ গাড়িতে চলে গিয়েছিল। রাস্তা ভুলে যাওয়ায় ফিরে আসতে পারেনি। যারা বাড়িতে পাঠানোর জন্য গাড়িতে তুলে দিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কাদির জাগো নিউজকে বলেন, নিখোঁজ শিশু তরিকুলের সন্ধান পেতে পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছিল। তবে নিখোঁজের দুদনি পর ছেলেটি ফিরে এসেছে বলে জেনেছি।

আহসানুর রহমান রাজীব/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।