চুয়াডাঙ্গায় শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
জেলার বিভিন্ন স্থানে এক ইঞ্চি পরিমাণের শিলাবৃষ্টি হয়

চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে এক ইঞ্চি পরিমাণের শিলাসহ ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে।

jagonews24

স্থানীয়রা জানান, শিলাবৃষ্টির ফলে রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পেঁয়াজ, ভুট্টা, গম, কলা, আমের মুকুল, লিচু, সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তারা আরও জানান, দুপুরে আবহাওয়া স্বাভাবিক থাকলেও বিকেল সাড়ে ৩টার দিকে মেঘের মৃদু গর্জন চলতে থাকে। বিকেল ৪টার দিকে হঠাৎ দমকা বাতাস শুরু হয়। সেই সঙ্গে বাড়তে থাকে মেঘের গর্জন। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। চুয়াডাঙ্গা পৌর শহরের আশপাশের গ্রামগুলোতে প্রচণ্ড শিলাবৃষ্টি আঘাত হানে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।